কর্তব্যে গাফিলতির অভিযোগে ৩ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া। দেরি করে আসার জন্য সতর্ক করা হয়েছে বিমানচালককেও। দিল্লি বিমানবন্দর থেকে গত বুধবার সকাল ৬টায় বিজয়ওয়াড়াগামী একটি বিমানের ছাড়ার কথা ছিল। বিমানে অন্যান্য যাত্রীদের সঙ্গে ছিলেন স্বয়ং অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অশোক গজপতি রাজু।
মন্ত্রী সহ সকলেই সঠিক সময়ে বিমানে উঠে পড়ার পরও বিমান নির্দিষ্ট সময়ে না ছাড়ায় যাত্রীদের ক্ষোভের মুখে পড়তে হয় খোদ মন্ত্রীকে। তিনি নিজেও এই দেরিতে চরম বিরক্ত হন। ক্ষুব্ধ মন্ত্রী ফোন করেন এয়ার ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ খারোলাকে। ফোনে এহেন দেরির ব্যাখ্যা চান গজপতি রাজু। অবশেষে প্রায় দেড় ঘণ্টা পর ছাড়ে বিমানটি।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয় দৃশ্যমানতা কম থাকায় বিমান ছাড়তে দেরি হয়েছিল। তবে সেকথা গ্রাউন্ড স্টাফদের কেউ জানায়নি। ফলে সমন্বয়ের অভাবে যাত্রীদের কাছে দেরির সঠিক কারণ পৌঁছায়নি। ‘সমন্বয়জনিত সমস্যা’ বলে অভিহিত করে এরজন্য দায়ী ৩ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। মন্ত্রীকেও এর বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে তারা।