সৌদি আরব ও ইজরায়েলের মধ্যে সাপে নেউলে সম্পর্কের কথা সকলেরই জানা। ফলে ইজরায়েলগামী কোনও বিমানকে সৌদির আকাশ ব্যবহার করতে দিত না সৌদি আরব। কিন্তু সেই ৭০ বছরের পুরনো রীতির বদল হল শুক্রবার। ইতিহাস গড়ল ভারত। সৌদির আকাশ হয়ে ইজরায়েলের রাজধানী তেল আভিভ পৌঁছল ভারতের যাত্রীবাহী বিমান। সময়ও কম লাগল। প্রায় ২ ঘণ্টা কম সময়েই বিমান পৌঁছে গেল গন্তব্যে। এরফলে আগামী দিনে টিকিটের দামও কমবে বলেই আশাবাদী সকলে।
এদিন এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার বিমান যাত্রী নিয়ে প্রায় ৩ ঘণ্টা সৌদি আকাশ ব্যবহার করে ইজরায়েলের দিকে এগোয়। তবে ভারতীয় বিমানকে ইজরায়েলের দিকে যেতে দিলেও, ইজরায়েলের কোনও বিমানকে তারা তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে কিনা তা পরিস্কার নয়। সৌদি আরবও খোলসা করে এ বিষয়ে কিছু জানায়নি।