অমৃতসর থেকে দিল্লি। খুব বিশাল যাত্রাপথ নয়। কিন্তু তারমধ্যেই এক অভিশপ্ত প্রহর কাটালেন যাত্রীরা। গত বৃহস্পতিবার অমৃতসর থেকে যাত্রী নিয়ে দিল্লির দিকে পাড়ি দেয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিছুক্ষণ আকাশে ওড়ার পরই আচমকা বিমানটি কাঁপতে শুরু করে। প্রবল কম্পনে মাঝ আকাশে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তারমধ্যেই আচমকা খুলে আসে একটি জানালার প্যানেল। যা ছিটকে এসে লাগে এক যাত্রীর গায়ে। আহত হন তিনি।
এদিকে জানালার প্যানেল খুলে আসায় বিমানের মধ্যে অক্সিজেনের মাত্রার তারতম্য তৈরি হয়। সব যাত্রীর সামনে খুলে আসে আপৎকালীন অক্সিজেন মাস্ক। তা লাগিয়েও যাত্রীরা প্রবল আতঙ্কে চেঁচামেচি করতে থাকেন। বিমানকর্মীরা দ্রুত অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেন। জানালার প্যানেলটি তাঁরা লাগানোর চেষ্টা করেন। এদিকে হুড়োহুড়িতে আরও ২ যাত্রী সামান্য আহত হন। পরে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ৩ আহত যাত্রীকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে ডিজিসিএ।