মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা এয়ারসেল নাকি বন্ধ হয়ে যাচ্ছে। এমন এক খবর কয়েকদিন ধরেই ভেসে বেড়াচ্ছে কর্পোরেট দুনিয়ায়। সম্প্রতি এমনও শোনা গেছে যে এয়ারসেল নাকি তাদের কর্মীদের কঠিন সময়ের জন্য মানসিকভাবে তৈরি থাকতে বলেছে। তবে কী বন্ধই হয়ে যাচ্ছে এয়ারসেল? ক’দিনের মধ্যেই নিজেদের দেউলিয়া ঘোষণা করতে চলেছে সংস্থা?
এ প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে। এরফলে একদিকে যেমন এয়ারসেলের ৫ হাজারের ওপর কর্মী চাকরি হারানোর আতঙ্কে কাঁপছেন, ঠিক তেমনই শঙ্কিত গ্রাহকরা। যাঁরা এয়ারসেলের নম্বর ব্যবহার করছেন তাঁরা এমনিতেই দেশের বিভিন্ন প্রান্তে নেটওয়ার্ক সমস্যায় পড়েছেন। আর্থিক দিক থেকেও এয়ারসেল কঠিন অবস্থায় দাঁড়িয়ে আছে বলে খবর। যদিও সংস্থা বন্ধ হয়ে যাওয়ার খবরে আমল দিতে রাজি নয় এয়ারসেল কর্তৃপক্ষ। তাদের যুক্তি এটা নিছকই নেটওয়ার্কের সমস্যা। তা মেটানোর চেষ্টা চলছে। যদিও সংশ্লিষ্ট মহলের ধারণা সামনে নেটওয়ার্কের সমস্যার কথা সামনে বললেও মোটেও সুবিধের অবস্থায় নেই এই সংস্থার ভবিষ্যৎ।