আরাধ্যা ছাড়াও তাঁর আরও একটি পুত্র সন্তান আছে। সে কথা হয়তো নিজেও জানতেন না অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বর্য রাই। অন্তত অন্ধ্রপ্রদেশের যুবক সঙ্গীত কুমারের অদ্ভুত দাবি তাই প্রমাণ করে। ২৯ বছরের বিচ্ছেদ শেষে এবার ‘মা’ ঐশ্বর্যকে ফিরে পাওয়ার আর্তি জানালেন ওই যুবক। সঙ্গীত কুমারের এই অদ্ভুত দাবিতে শোরগোল পড়ে গেছে ঐশ্বর্য অনুরাগীদের মধ্যে। যুবকের দাবি, ১৯৮৮ সালে তাঁর জন্ম। অর্থাৎ অভিষেক ঘরণীর বয়স তখন মাত্র ১৪।
সঙ্গীতের দাবি অনুযায়ী ১৯৯৪-তে বিশ্বসুন্দরী খেতাব জয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন ঐশ্বর্য! ইন ভিট্রো পদ্ধতিতে লন্ডনে ঐশ্বর্য নাকি জন্ম দেন সঙ্গীত কুমারকে! অবশ্য জন্মের পর থেকে নিজের মাকে চোখে দেখতে পাননি ওই যুবক। ভারতে এসে কোদাভরমে দিদা বৃন্দা কৃষ্ণা রাজ রাইয়ের কোলে পিঠে মানুষ হয়ে ওঠেন সঙ্গীত। বাস্তবে ঐশ্বর্য রাইয়ের মায়ের নাম বৃন্দা রাই। এমনকি ঐশ্বর্যের বাবা কৃষ্ণরাজ রাইকে নিজের দাদু ও ঐশ্বর্যের ভাই আদিত্য রাইকে নিজের মামা বলে পরিচয় দিয়েছেন ২৯ বছরের সঙ্গীত। নিজের নামের মধ্যেও ‘রাই’ ব্যবহার করে থাকেন বলে জানিয়েছেন ওই যুবক। যদিও ঐশ্বর্য রাই যে সত্যি সত্যি তাঁর মা তার কোনও জোরাল প্রমাণ দিতে পারেননি সঙ্গীত। সেই প্রমাণ ঐশ্বর্যর বাড়ির লোক নষ্ট করে দিয়েছেন বলে দাবি সঙ্গীতের। মা ঐশ্বর্য রাই এখন আর বর্তমান স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ঘর করেন না বলে সঙ্গীতের বিশ্বাস। তাই সংবাদমাধ্যমের কাছে তাঁর একটাই আবেদন, এবারে অন্তত মা তাঁর সঙ্গে ম্যাঙ্গালোরে এসে থাকুন।
এতদিন তিনি কেন তাঁর জন্ম পরিচয়ের বিষয়ে চুপ ছিলেন তার ব্যাখ্যাও দিয়েছেন ওই যুবক। তাঁর কাছ থেকে পরিবারের লোক ‘ঐশ্বর্য পুত্র’ হওয়ার বিষয়টি নাকি চেপে গিয়েছিলেন। তাই এতদিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন ওই যুবক। তিনি তাঁর মাকে খুব ‘মিস’ করেন। তাই ২৯ বছর ধরে মায়ের প্রতীক্ষা এবার শেষ হোক বলে করুণ আর্তি জানিয়েছেন সঙ্গীত কুমার। অবশ্য এখনও অবধি তাঁর সেই দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি আরাধ্যার মা ঐশ্বর্য-এর তরফ থেকে।