১০ দিন পর মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন ঐশ্বর্য রাই বচ্চন
বচ্চন পরিবারের ৪ সদস্যই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ভর্তি ছিলেন। অবশেষে ২ জনের ফল নেগেটিভ এল।
মুম্বই : বচ্চন পরিবারের জন্য অবশ্যই এটা সুখের দিন। পরিবারের ২ সদস্য ঐশ্বর্য রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা অভিষেক বচ্চন করোনা জয় করতে সমর্থ হলেন। ১০ দিন টানা হাসপাতালে করোনার সঙ্গে লড়াইয়ের পর অবশেষে তাঁদের ফল নেগেটিভ এল। ২ জনেই বাড়ি ফিরলেন। সে খবর নিশ্চিত করেছেন অভিষেক বচ্চন। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ও কন্যার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা জানান তিনি।
অভিষেক জানিয়েছেন, ঐশ্বর্য ও আরাধ্যার ফল নেগেটিভ এলেও তিনি ও তাঁর বাবা এখনও হাসপাতালেই থাকছেন। প্রসঙ্গত বচ্চন পরিবারে কিংবদন্তি অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চন একই দিনে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর দিন ঐশ্বর্য ও ৮ বছরের আরাধ্যার ফল পজিটিভ আসে। তাঁরা ২ জন প্রথমে বাড়িতেই আইসোলেশনে থাকলেও পরে হাসপাতালে ভর্তি হন।
বচ্চন পরিবারে একমাত্র করোনা এড়াতে পেরেছেন জয়া বচ্চন। তাঁর কখনই পজিটিভ আসেনি। ঐশ্বর্য ও আরাধ্যা ১০ দিন পর বাড়ি ফিরলেও অমিতাভ ও অভিষেক কবে ছাড়া পাবেন তা এখনও পরিস্কার নয়। করোনামুক্ত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তাঁদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা