লালবাজার নিয়ে আপ্লুত সিংহম অজয় দেবগণ
কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার এবার ফিরছে ওয়েব সিরিজে। যা তৈরি করছেন অজয় দেবগণ।
মুম্বই : তিনি সিংহম। এক সুপার কপ বা অসামান্য পুলিশ আধিকারিক। যাঁর হাত থেকে রেহাই পায়না কোনও অপরাধী। কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েও সিংহম দেখিয়ে দেন চাইলে পুলিশই রক্ষাকর্তা। তাকে কোনও শক্তি রুখতে পারেনা। সেই সিংহম বললেই দেশের মানুষের সামনে যে মুখটা ফুটে ওঠে তিনি অজয় দেবগণ। তিনি এবার বাংলা ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত হলেন।
বাংলা ওয়েব সিরিজ ‘লালবাজার’ তৈরি হচ্ছে। নানা কেস সমাধানের পাশাপাশি পুলিশবাহিনীর মানবিক দিক এই ওয়েব সিরিজের সবচেয়ে বড় পাওনা। যাঁরা রাতদিন মানুষকে সুরক্ষা দিচ্ছেন সেই পুলিশবাহিনীর জীবনের কথা উঠে আসবে এই ওয়েব সিরিজে। অজয় জানান, লালবাজার-কে সকলের সামনে তুলে ধরতে পেরে তিনি আপ্লুত।
লকডাউনে পুলিশের কঠিন পরিশ্রম ও কাজকে কুর্নিশ জানান অজয় দেবগণ। জানান, পুলিশের পোশাকে অভিনয় করার সুযোগ পাওয়াটা তাঁর সবসময়ই ভাগ্যের ব্যাপার বলে মনে হয়েছে। এজন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করেন তিনি। জি৫-এ এই লালবাজার দেখানো হবে। অভিনয়ে রয়েছেন কৌশিক সেন, সব্যসাচী চক্রবর্তী, দিব্যেন্দু ভট্টাচার্য সহ অনেক অভিনেতা অভিনেত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা