রিলের সুপারহিরোর রিয়েল সুপার কীর্তি, শ্যুটিংয়ে জিতে নিলেন ৪টি সোনার পদক
তিনি রূপোলী পর্দার সুপারস্টার। তবে সুপারস্টাররা সিনেমায় যা করেন তা বাস্তবে তাঁরা করতে পারেননা। কিন্তু এই দেশেরই এক সুপারস্টার শ্যুটিংয়ে জিতে নিলেন সোনার পদক।
তিনি যে সুপারস্টার তা নিয়ে সংশয় নেই। তাঁর নতুন সিনেমার পোস্টার পড়লেই হইচই শুরু হয়ে যায়। সিনেমা হলে মুক্তি পাওয়ার পর টানা থাকে হাউসফুল। সিনেমায় তাঁর বন্দুকের অব্যর্থ লক্ষ্যভেদে ভিলেন কুপোকাত হয়। তাঁর অ্যাকশনের ধরণই আলাদা। যা দর্শকদের চোখের পলক ফেলতে দেয়না।
এসব যেমন সত্যি তেমন তিনি বাস্তব জীবনেও এক সুপার হিরো। তিনি শুধু সিনেমার পর্দায় বন্দুকের অব্যর্থ লক্ষ্যভেদ দেখান না, বাস্তব জীবনেও বন্দুক হাতে বুলসআই ভেদ করতে পারেন তিনি। এতটাই ভাল তাঁর টিপ।
তিনি দক্ষিণের সুপারস্টার অজিত কুমার। তাঁর অভিনীত বেদলম, বিবেগম বা হালফিলের বালিমাই। একের পর এক সুপারহিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। খুব বেশি সিনেমা না করলেও যেটাই করেন সেটাই দেখতে দর্শকরা ছোটেন।
সেই সুপারস্টার অজিত এবার তামিলনাড়ু স্টেট শ্যুটিং চ্যাম্পিয়নশিপে হইচই ফেলে দিয়েছেন তাঁর অব্যর্থ লক্ষ্যভেদে। এই প্রতিযোগিতা থেকে তিনি ৪টি সোনার পদক ও ২টি ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন। রাজ্য স্তরের প্রতিযোগীদের কার্যত দাঁড়াতেই দেননি অজিত।
এবার ত্রিচিতে এই প্রতিযোগিতার আসর বসেছিল। গতবছর চেন্নাইতে বসা এই রাজ্য শ্যুটিং প্রতিযোগিতায় অজিত কুমার জিতে নিয়েছিলেন ৬টি সোনা।
অজিত কুমার শ্যুটিং ছাড়াও ফর্মুলা কার রেসিং বা গাড়ির দৌড়ের প্রতিযোগিতাতেও দারুণ সফল এক ক্রীড়াবিদ। রিলের হিরোদের রিলের বাইরে এভাবে বাস্তব জীবনের কঠিন লড়াই জিততে বড় একটা দেখা যায়নি। সেদিক থেকে অজিত বাস্তব জীবনেও সুপারস্টার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা