ঘরোয়া টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা। লেট ভমর সিং টি-২০ টুর্নামেন্ট নামে রাজস্থানের ওই ক্রিকেট প্রতিযোগিতায় হৈচৈ ফেলে দিল বাঁ হাতি মিডিয়াম পেসার আকাশ চৌধুরি। খেলা হচ্ছিল দিশা ক্রিকেট অ্যাকাডেমি ও পার্ল ক্রিকেট অ্যাকাডেমির মধ্যে। পার্ল টস জিতে দিশা ক্রিকেট অ্যাকাডেমিকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে দিশা তোলে ১৫৬ রান। ১৫৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ রানেই গুটিয়ে যায় পার্ল-এর ইনিংস। যার পুরো কৃতিত্বই গেছে আকাশ চৌধুরির বিষাক্ত বোলিংয়ের ঝুলিতে। কেমন হল সেই বোলিং।
টি-২০ যখন তখন ৪ ওভার একজন বোলারের সর্বোচ্চ বল করার সুযোগ। প্রথম ওভারে আকাশ কোনও রান না দিয়ে ২ উইকেট নেয়। দ্বিতীয় ও তৃতীয় ওভারেও তাই। কোনও রান না দিয়ে ২টি করে উইকেট। চতুর্থ ওভারে বল করতে এসে একটি হ্যাটট্রিক সহ ৪ উইকেট তুলে নেয় আকাশ। আকাশের বোলিং রেকর্ড দাঁড়ায় ৪ ওভার ৪টি মেডেন ০ রান দিয়ে ১০ উইকেট। যে রেকর্ড আকাশ এদিন গড়ে দিল সেই রেকর্ড ঘরোয়া ক্রিকেটেও ভাঙা যে কোনও বোলারের স্বপ্ন হয়ে থাকবে।