বিনামূল্যে প্যাড বিতরণ সুরক্ষিত করুক নারী স্বাস্থ্য। ‘প্যাডম্যান’ ছবির প্রচারে এই দাবিতে সরব হলেন বলিউডের ‘প্যাডম্যান’। ঋতুচক্র মহিলাদের জীবনের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। অথচ তা নিয়ে অন্ধ ধারণা, কুসংস্কারের কোনও শেষ নেই। যার মাশুল দিতে হয় মেয়েদেরকেই। মহিলাদের ঋতুচক্রকে সুরক্ষিত করতে তাই অভিনব প্রস্তাব দিলেন অভিনেতা অক্ষয় কুমার। দেশের প্রতিটি প্রান্তে মেয়েদের হাতে তুলে দিতে হবে স্যানিটারি প্যাড। আর তা কোনও করমুক্ত শর্তে নয়। দিতে হবে সম্পূর্ণ বিনামূল্যে। এমনটাই মনে করেন অক্ষয় কুমার।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘প্যাডম্যান’। সেই ছবির প্রচারে সম্প্রতি পুনেতে গিয়ে তাঁর প্রস্তাব তুলে ধরেন বলিউড অভিনেতা। মেয়েদের মাসিক পদ্ধতিকে সুরক্ষিত করতে লড়াই চালিয়েছিলেন দক্ষিণের অরুণাচলম মুরুগানান্থম নামে এক ব্যক্তি। তাঁর চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। এর আগে দেশের জওয়ানদের পরিবারের জন্য অর্থ তহবিল গড়ে তুলে প্রশংসা কুড়িয়েছিলেন বলিউডের এই সুপার হিরো। তাঁর এবারের দাবি, দেশের প্রতিরক্ষা মন্ত্রকের বরাদ্দ থেকে ৫ শতাংশ অর্থ কেটে নেওয়া হোক। আর সেই অর্থ স্যানিটারি ন্যাপকিন তৈরির কাজে লাগুক।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)