এখনকার ইতিহাস বইয়ের অবস্থা দেখে আক্ষেপের কথা জানালেন অক্ষয় কুমার
এখনকার ইতিহাস বইয়ের পাতায় চোখ রেখে রীতিমত দুঃখ পেলেন বলিউড তারকা অক্ষয় কুমার। তিনি তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সকলকে।
বলিউড তারকা অক্ষয় কুমার আর ইতিহাস বই। কোথায় যেন একটা খটকা লাগছে। লাগারই কথা। এক পঞ্চাশোর্ধ বলিউড সুপারস্টারের ইতিহাস বইয়ের সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে?
থাকার কথা নয়। স্কুল পাঠ্যের সঙ্গে সম্পর্ক থাকার কথা নয়। কিন্তু একটি সিনেমার সূত্রে তাঁর ইতিহাস বইয়ে চোখ রাখার সুযোগ হয়েছিল।
অক্ষয় কুমার তাঁর নতুন সিনেমা পৃথ্বীরাজ-এর নাম ভূমিকায় অভিনয় করছেন। এটি একটি জীবনীমূলক সিনেমা। যা তৈরি হয়েছে গুজরাটের চৌহান রাজত্বের তৃতীয় রাজা পৃথ্বীরাজ চৌহানের বীরত্বের কাহিনি বর্ণনাকে সামনে রেখে।
অক্ষয় কুমার সিনেমার প্রচারে এসে জানান, তাঁকে সিনেমার পরিচালক পৃথ্বীরাজ চৌহানের ওপর একটি বই পড়তে দেন। সেটি পড়ার পর তিনি জানতে পারেন যে কত বড় মাপের বীর রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান।
আক্ষেপের সুরেই অক্ষয় বলেন, এমন এক মহান রাজার কাহিনি এখনকার প্রজন্মের জানা উচিত। অথচ এখনকার ইতিহাস বইগুলিতে তাঁর সম্বন্ধে কেবল একটা প্যারাগ্রাফ থাকে।
অক্ষয় মনে করছেন পৃথ্বীরাজ চৌহানের কাহিনি আরও বিস্তারিতভাবে পড়ুয়াদের পড়ানো উচিত। যাতে তারা এই মহান রাজা সম্বন্ধে আরও ভালভাবে জানতে পারে।
অক্ষয়ের মতে তিনি বলিউডে ৩০ বছর ধরে কাজ করছেন। কিন্তু এমন একটা ঐতিহাসিক চরিত্র নিয়ে কাহিনি আর একটাও হতে দেখেননি। এখন সকলেই তাকিয়ে আছেন অক্ষয় কুমার পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে কতটা মানানসই হন সেদিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা