নিজের সিনেমা নিয়ে জয়া বচ্চনের সমালোচনার পাল্টা জবাব দিলেন অক্ষয় কুমার
জয়া বচ্চন তাঁর একটি সিনেমা নিয়ে হালফিল কড়া ভাষায় সমালোচনা করেন। এবার তার পাল্টা জবাব দিলেন অক্ষয় কুমার। তবে একদম অন্য সুরে।

অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘টয়লেট: এক প্রেম কথা’ নিয়ে হালে কড়া ভাষায় সমালোচনা করেন জয়া বচ্চন। বর্ষীয়ান অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চন সাফ জানান তিনি এমন সিনেমা দেখতে যাবেননা যে সিনেমার নামে টয়লেট কথাটা রয়েছে। এটা কোনও নাম হল!
টয়লেট একটা সিনেমার নামে থাকতে পারে? বিস্ময় প্রকাশ করে জয়া বচ্চন এটাও বলেন যে সিনেমাটি এখানেই ফ্লপ হয়ে গেছে। জয়া বচ্চনের বক্তব্যের পর পাল্টা কোনও উত্তর দেননি অক্ষয় কুমার।
তবে তাঁর কেশরী চ্যাপ্টার ২ সিনেমার ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়ে জয়া বচ্চনের সমালোচনার জবাব দিলেন অক্ষয়। তবে একটু অন্য সুরে।
অক্ষয় হিন্দিতে বলেন যে, যখন জয়া বচ্চনের এটাই মনে হয়েছে তখন হয়তো সেটাই ঠিক হবে। তিনি কিছু বলতে পারবেননা। যদি তিনি টয়লেট: এক প্রেম কথা বানিয়ে কোনও ভুল করে থাকেন তাহলে হয়তো তাই হবে।
যখন জয়া বচ্চন বলছেন তখন সেটাই হয়তো ঠিক হতে পারে। তবে তার সঙ্গে অক্ষয় এটাও যোগ করেন যে তাঁদের জগতের কেউ তাঁর সিনেমার এভাবে সমালোচনা করবেন সেটা তিনি ভাবতেও পারেননা।
এটা অবশ্য কারও বুঝতে অসুবিধা হয়নি যে অক্ষয় তাঁর চেয়ে অনেক সিনিয়র এক অভিনেত্রীর বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক না হয়েও জবাবটা দিয়ে দিয়েছেন। শুধু ধরনটা একটু বদলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা