এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ভারতের বহু মহিলা রজঃস্রাবের দিনগুলো নিয়ে অনেক কুসংস্কার মেনে চলেন। রীতির নামে সেসব কুসংস্কার আদপে তাঁদের স্বাস্থ্যের পক্ষেই অনেক সময় ক্ষতিকর হয়। যেমন এখনও ভারতের মাত্র ১৮ শতাংশ মহিলা মাসিকের দিনগুলোয় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। আর বাকি ৮২ শতাংশ মহিলা হয় পুরনো কাপড়, নয়তো ছেঁড়া ন্যাকড়া ব্যবহার করেন। নয়তো আরও চমকে দেওয়ার মত খড়ের আঁটি, এমনকি ছাই ব্যবহার করেন! এসবই তাঁদের স্বাস্থ্যের পক্ষে হানিকারক। কিন্তু প্রজন্মের পর প্রজন্মের ব্যবহারের দোহাই দিয়ে এই নিয়ম বহু প্রত্যন্ত এলাকায় চলে চলেছে। সকলকে এ বিষয়ে সচেতন করতে ও মাসিকের সময়ের বিভিন্ন কুসংস্কার দূর করতে আন্তর্জাতিক নারী দিবসে রান৪নাইন বা রান ফর নাইন নামে ম্যারাথনের আয়োজন করা হয়েছে। যা হবে দেশের ৫০০টি শহরে।
আগামী ৮ মার্চ লখনউ শহরে এই ম্যারাথনের উদ্বোধন করবেন বলিউড তারকা অক্ষয় কুমার। নিজে ছুটবেনও এই ম্যারাথনে। ‘প্যাডম্যান’ সিনেমার পর এখন অক্ষয় কুমার হয়ে উঠেছেন দেশে মাসিকের দিনগুলোর স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত আন্দোলনের প্রধান মুখ। তিনি নিজেও এ বিষয়ে এগিয়ে এসে কাজ করতে আগ্রহী। নাইন মুভমেন্টের সঙ্গে হাত মিলিয়ে এই সচেতনতা বৃদ্ধির লড়াই তিনি চালিয়ে যাবেন বলেই জানান অক্ষয় কুমার। বৃহস্পতিবারই তাঁর ম্যারাথনের ছোটার কথা ঘোষণা করা হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)