পুলিশের পোশাকের আড়ালে যে তাঁদের সঙ্গেই ট্রেনিং ক্যাম্পে দাঁড়িয়েছিল, সে একটি মানব বোমা। সাক্ষাৎ মৃত্যু। একথা ভাবতেই পারেননি সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি পুলিশ ট্রেনিং ক্যাম্পের আধিকারিক থেকে শিক্ষানবিশ কেউ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সেখানে পুলিশ প্রশিক্ষণ চলাকালীনই আচমকা পুলিশের পোশাকেই থাকা এক ব্যক্তি নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। যারমধ্যে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক রয়েছেন। ১৭ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনার দায় স্বীকার করেছে সোমালিয়ার সন্ত্রাসবাদী সংগঠন আল সাবাব। তাদের দাবি মৃতের সংখ্যা ১৫ নয় ২৭। আল কায়দার সঙ্গী সংগঠন হিসাবে কাজ করা আল সাবাব সোমালিয়াতে এর আগেও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে।