সোমালিয়ার রাজধানী মোগাদিসু-তে প্রেসিডেন্ট প্যালেসের সামনে জোড়া বিস্ফোরণে মৃত্যু হল ৮ জনের। জোড়া বিস্ফোরণের জেরে বহু মানুষ আহত হয়েছেন। পুলিশের অনুমান যেভাবে মানুষ আহত হয়েছেন তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমালিয়ার সন্ত্রাসবাদী সংগঠন আল সাবাব এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
প্রেসিডেন্ট প্যালেসের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয় শনিবার। বিস্ফোরণের শব্দ বহু দূর থেকেও শোনা গেছে। এতটাই তীব্রতা ছিল ২টি বিস্ফোরণের। ঘটনায় সোমালিয়ার এক প্রথমসারির সাংবাদিকেরও মৃত্যু হয়েছে। গোটা এলাকা মুহুর্তে শ্মশানের চেহারা নেয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)