হোটেলের বিশাল কম্পাউন্ডের মধ্যে রয়েছে নামীদামী দোকান। রয়েছে ব্যাঙ্কও। রয়েছে পার্কিং লট। সেখানেই আচমকা ঢুকে পড়ে সন্ত্রাসবাদীরা। পার্কিং লটে দাঁড়িয়ে থাকা ৩টি গাড়িতে বিস্ফোরণ ঘটায়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরমধ্যেই একজন হোটেলের বিশাল ঘরে গায়ে বাঁধা বোমা ফাটিয়ে দেয়। নিমেষে গোটা এলাকা জুড়ে আর্তনাদ আর আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে কেনিয়ার রাজধানী নাইরোবি-র ওয়েস্টল্যান্ড এলাকার দুসিত হোটেলে।
হোটেলে এমন এক সন্ত্রাসবাদী হামলায় ১৪ জনের মৃত্যু হয়। পাল্টা পুলিশের গুলিতে প্রাণ যায় সন্ত্রাসবাদীদেরও। সোমালিয়ার কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠী আল সাবাব এই ঘটনার পিছনে রয়েছে বলে জানিয়েছে কেনিয়া প্রশাসন। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে।
সন্ত্রাসবাদীরা হোটেলে ঢুকে অনেককে বন্দি বানিয়ে ফেলে। অনেকে তাদের হাত থেকে বাঁচতে হোটেলের বিভিন্ন ঘরে লুকিয়ে পড়েন। ভোরের দিকে হোটেল থেকে শতাধিক মানুষকে বার করে আনে পুলিশ। এদিকে তখন গুলির লড়াই চলছে সন্ত্রাসবাদীদের সঙ্গে। অবশেষে সকালে অবস্থা শান্ত হয়। যদিও আতঙ্ক এখনও পুরোদমে রয়েছে নাইরোবিতে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)