গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল ৫ জনের। গুরুতর আহত ৩ জন। ঘটনাটি ঘটেছে সোমালিয়ার রাজধানী শহর মোগাদিসুতে। বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। মোগাদিসুতে রয়েছে সোমালিয়ার প্রেসিডেন্টের প্রাসাদ। তার কাছেই ন্যাশনাল থিয়েটার। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এটি। এখানেই এদিন বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
সোমালিয়ার পুলিশ জানিয়েছে, প্রেসিডেন্টের প্রাসাদের খুব কাছেই রয়েছে প্রাসাদের সুরক্ষার জন্য একটি চেক পয়েন্ট। বৃহস্পতিবার সকালে সেখানেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর কালো ধোঁয়ার গোটা এলাকা ছেয়ে যায়। বিস্ফোরণের পর প্রচুর গুলির শব্দও শোনা যায়। দ্রুত বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন সুরক্ষাকর্মীরা।
বিস্ফোরণে ৫ জনের প্রাণ গেছে। ৩ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার দায় স্বীকার করেছে সোমালিয়ার সন্ত্রাসবাদী সংগঠন আল সাবাব। যারা এর আগেও একাধিকবার মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রাণ কেড়েছে মানুষের।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)