এ হোটেলে মন্ত্রী থেকে রাজনীতিবিদদের নিত্য যাতায়াত। এলাকার সবচেয়ে দামি হোটেল এটি। বিদেশি পর্যটক থেকে ব্যবসায়ী, সকলেই এই হোটেলে উঠে থাকেন। নাম মদিনা হোটেল। সোমালিয়ার বন্দর শহর কিসমায়োর এই মদিনা হোটেলেই শুক্রবার গভীর রাতে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটল। ফাটল মানব বোমা। বিস্ফোরণ হল বিস্ফোরক বোঝাই গাড়িতে। মৃত্যু হল ২৬ জনের। বিলাসবহুল হোটেলটাকে শ্মশানের চেহারা দেয় আল সাবাব জঙ্গিরা।
শুক্রবার গভীর রাতে মদিনা হোটেলে তীব্র গতিতে একটি গাড়ি ঢুকে পড়ে। গাড়িতে বোঝাই করা ছিল বিস্ফোরক। সেটি ফাটিয়ে দেওয়া হয়। গোটা হোটেলে মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৪ জন জঙ্গি এই ফাঁকে হোটেলে প্রবেশ করে। তাদের মধ্যে ১ জনের গায়ে বিস্ফোরক বাঁধা ছিল। সেই মানব বোমা নিজেকে উড়িয়ে দেয়। হোটেলের মধ্যে বিস্ফোরণ ঘটায়। যার জেরে হোটেলের ব্যাপক ক্ষতি হয়। মৃত্যু হয় হোটেলের অতিথিদের।
এই জঙ্গিহানায় মোট ২৬ জনের প্রাণ গেছে। যারমধ্যে রয়েছেন বিদেশিরাও। ৩ জন কেনিয়ান, ৩ জন তানজানিয়ান, ২ আমেরিকান, ১ কানাডিয়ান ও ১ ব্রিটিশ পর্যটকের মৃত্যু হয় এই হামলায়। ২ সাংবাদিকও এই ঘটনায় প্রাণ হারান। এছাড়া ৪ জন হোটেল কর্মীর মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। হোটেল বন্ধ করে ঘিরে নিয়েছে পুলিশ। আল কায়দা-র মদতপুষ্ট জঙ্গি সংগঠন আল সাবাব সোমালিয়ায় বিভিন্ন সন্ত্রাসবাদী হানার সঙ্গে যুক্ত। এই ঘটনার দায়ও তারাই স্বীকার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা