একেই বলে উলট পুরাণ। এক ১৪ বছরের কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ১৯ বছরের এক তরুণীকে। তরুণী কয়েকমাসের অন্তঃসত্ত্বা। ম্যাকেঞ্জি লেই গাফি নামে ওই তরুণী মার্কিন স্বাস্থ্য প্রকল্প মেডিক্যাডে নাম নথিভুক্ত করতে গিয়ে ১৪ বছরের এক কিশোরকে তার সন্তানের পিতা বলে জানায়। এরপরই মেডিক্যাডের তরফে পুলিশে বিষয়টি জানানো হয়। পুলিশ হলিউডের অ্যালবামার বাসিন্দা ওই তরুণীকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে ওই তরুণীর সঙ্গে এক কিশোরের দেখা হয় ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁয়। এক বন্ধুর সূত্রেই ওই কিশোরের সঙ্গে তার আলাপ হয়। তরুণীর দাবি, তারপর থেকে বেশ কয়েকবার ১৪ বছরের ওই কিশোরের সঙ্গে সে তার গাড়িতে যৌন সম্পর্কে লিপ্ত হয়। আর তাতে সে খুশিই। ওই কিশোরকে নিজের সন্তানের পিতা হিসাবে দেখতেও চায় সে। পুলিশ আরও জানতে পেরেছে ফেসবুকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রেগনেন্সি টেস্টের প্রমাণ সহ পোস্ট করে গাফি।
গাফির বিরুদ্ধে ধর্ষণ, শিশুকে অনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা, যৌন নিগ্রহ সহ বেশ কিছু ধারায় মামলা রুজু হয়েছে। তার মোবাইল থেকে ওই কিশোরের নগ্ন ছবি মেলায় শিশু পর্ণোগ্রাফির অভিযোগেও পৃথক মামলা রুজু করেছে পুলিশ। যদিও এসব নিয়ে গাফির কোনও মাথাব্যথা নেই বলেই জানিয়েছে পুলিশ। বরং ওই কিশোরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে মা হতে চলায় বেজায় খুশি সে।