শিকাগো থেকে হংকং যাওয়ার জন্য যাত্রী নিয়ে আকাশে উড়েছিল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান। দীর্ঘ যাত্রা। ফলে বিমানের সব যাত্রীই সিটে যে যাঁর মত আরাম করছিলেন। এমন সময়ে একটা দুর্গন্ধ নাকে আসে তাঁদের। ক্রমশ বাড়তে থাকে সেই গন্ধের তীব্রতা। বিমানের কর্মীরাও গন্ধ পেয়ে গন্ধের উৎস খোঁজার চেষ্টা করেন। আর তা করতে গিয়ে রীতিমত অন্নপ্রাশনের ভাত ওঠার জোগাড়!
বিমানের এক যাত্রী ততক্ষণে বিমানের টয়লেটে মল ত্যাগ করে মাখামাখি করে ফেলেছেন। গোটা টয়লেটের তখন দুর্বিষহ দশা। এমনকি টয়লেটের বাইরেও বেশ কিছু জায়গায় মল লেপটে সাংঘাতিক অবস্থা। তাঁর পরনের জামাও ততক্ষণে মলে মাখামাখি। অভিযোগ, সেই জামা খুলে সেটা বিমানের টয়লেটে গুঁজে দেওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। গোটা বিমানে তখন দুর্গন্ধের ঠেলায় টেকা দায়। গোটা পরিস্থিতির কথা জানানো হয় পাইলটকে। অবস্থার গুরুত্ব বিবেচনা করে অন্য যাত্রীদের ভয়ংকর পরিস্থিতি থেকে রক্ষা করতে বিমান অবতরণ করে আলাস্কার একটি বিমানবন্দরে। বিশেষ অনুমতি নিয়ে নামা বিমান থেকে দ্রুত যাত্রীদের বার করে হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। রাতভর চলে বিমান সাফাই। যাঁর জন্য এই দক্ষযজ্ঞ, সেই ব্যক্তিকে চিকিৎসকের কাছে পাঠানো হয়। শেষমেশ সব পরিস্কার করে ফের গন্তব্যের দিকে পাড়ি দেয় বিমান।