World

একটাই বাড়িতে বাস করেন গোটা শহরের মানুষ, এমন বাড়িও পৃথিবীতে রয়েছে

একটা বাড়ির মধ্যে পুরো শহরের মানুষ বাস করেন। বাড়িটিতেই রয়েছে স্কুল, কলেজ, অফিস, দোকান, থানা সহ একটি শহরে যা থাকা উচিত সবকিছু।

শহর সম্বন্ধে সকলের ধারনা স্পষ্ট। প্রচুর বাড়ি, অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পোস্টঅফিস, থানা, পৌরসভা, চিকিৎসাকেন্দ্র, দোকানপাট, রাস্তা, গাড়ি এবং আরও অনেক কিছু। শহরে মানুষের জনবসতিও ঘন হয়। বহু মানুষ চান শহরে বসবাস করতে। যাতে তাঁরা সবকিছু সহজেই পেয়ে যান।

এই শহর দেখেই অভ্যস্ত বিশ্ববাসী। কিন্তু এই পৃথিবীতেই এমন একটা শহর রয়েছে যার সব বাসিন্দা একটিমাত্র বাড়িতে বসবাস করেন। ১৫ তলা করে গায়ে গায়ে ৩টি টাওয়ার। এই নিয়ে তৈরি হয়েছে বেগিচ টাওয়ার্স।


এখানেই বসবাস করেন হুইটিয়া শহরের সব মানুষ। এই একটি বাড়ি থেকে তাঁদের কোনও কারণে বাইরে যেতেও হয়না। সুড়ঙ্গপথে এ শহরে ঢোকা ও বার হওয়া।

শহরের মধ্যেই রয়েছে সব সুবিধা। এই বাড়িতে শুধু শহরবাসী থাকেন এমনটাই নয়, এই একটি বাড়িতেই একটি শহরকে চেখের দেখা দেখতে বহু পর্যটক হাজির হন এখানে। তাঁদেরও ওই বাড়িতেই জায়গা হয়।


আলাস্কার এই শহর কঠিন প্রকৃতির সঙ্গে লড়াই করে। অধিকাংশ সময়ই প্রবল ঠান্ডা। অনেক সময়ই বরফে মোড়া থাকে এই জায়গা। শহরটা ছড়িয়ে হলে সাধারণ মানুষের পক্ষে জীবনধারণ কঠিন হয়ে পড়ত। তাই একটি বাড়িতেই সকলে একসঙ্গে থাকেন। সেখানেই একটা শহর তৈরি করে নিয়েছেন তাঁরা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাদের রাখা হত এখানে। সেজন্যই এই বাড়িটি তৈরি করা হয়। পরে যখন সেনা সরে যায়, তখন এই বাড়িকেই নিজেদের শহর বানিয়ে ফেলেন হুইটিয়ার বাসিন্দারা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button