আদৌ ভাল তো, গুণমান বিচার করে ছাড়পত্র দিচ্ছে ভাল্লুক
কোনও উৎপাদনের গুণমান নির্দিষ্ট স্তরে পৌঁছেছে কিনা তা যে কোনও প্রস্তুতকারকই খতিয়ে দেখেন। তবে তাদের এই পরীক্ষার বিশেষজ্ঞ মানুষ বা মেশিন না হয়ে যদি ভাল্লুক হয়?

কোনও কিছু তৈরি করার পর তার গুণমান সত্যিই কাঙ্ক্ষিত উচ্চতা ছুঁতে পেরেছে কিনা পরীক্ষা করে দেখে উৎপাদনকারী সংস্থা। কোনও দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসও এভাবে পরীক্ষা করে দেখে নেওয়া হয়।
এসব খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞেরা রয়েছেন। তাঁরা তা পরীক্ষা করে ছাড়পত্র দেন। এটা নিশ্চিত করেন যে সেটির গুণমান সঠিক। আর তা না হলে সেই উৎপাদনকে নাকচ করে দেন। তখন তা নতুন করে তৈরি করা হয় গুণমান সঠিক রেখে।
এই বিশেষজ্ঞদের তাই খুব বড় ভূমিকা থেকে যায়। সাধারণত মানুষ এই পরীক্ষা করেন। কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞের স্থান নেয় মেশিন। মেশিন পরীক্ষা করে দেখে। কিন্তু কেউ শুনেছেন কি যে ভাল্লুক এই বিশেষজ্ঞের কাজ করে! এটাই কিন্তু বাস্তব।
আলাস্কা চিড়িয়াখানায় যে জঞ্জালের শক্তপোক্ত বিন হয়, তার গুণমান সঠিক কিনা তা পরীক্ষা করে দেখতে চিড়িয়াখানার সাফাইকর্মীরা সেগুলি নতুন অবস্থায় ভাল্লুকদের খাঁচায় রেখে দেন।
আলাস্কা চিড়িয়াখানার বাসিন্দা ভাল্লুকেরা সেগুলি হাতের কাছে পেয়ে সেগুলিকে নেড়েচেড়ে, আছাড় মেরে, কামড়ে এবং আরও নানাভাবে কব্জা করার চেষ্টা করে। তাতেও সেগুলির ক্ষতি না হলে বোঝা যায় সেগুলি গুণগত মানের প্রশ্নে সফলভাবে উত্তীর্ণ।
এভাবে পরীক্ষা হওয়ার পর সেই জঞ্জালের প্লাস্টিকের বিনগুলি ব্যবহার করা শুরু হয়। ভাল্লুকের ছাড়পত্র পেলেই তা ব্যবহারের ছাড়পত্র পেয়ে থাকে।