শনিবার সকালে ভয়াল ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ তুষার প্রান্তর। এদিনের কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক শূন্য। প্রবল এই ভূমিকম্পের পরে অস্থায়ী সুনামি সতর্কতাও জারি করা হয়। এদিনের প্রবল ভূমিকম্পে সড়ক ও ঘর বাড়িরও ক্ষতি হয়েছে।
মার্কিন ভূতত্ত্ব বিভাগ বা ইউএসজিএস জানিয়েছে আলাস্কার এদিনের কম্পনের কেন্দ্রস্থল ছিল অ্যাঙ্কোরেজ থেকে ১০ মাইল উত্তরপূর্বে। ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ কম্পন অনুভূত হয়। ইউএসজিএস আরও জানিয়েছে যে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শকও অনুভূত হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা