টিকা নিতেই স্বাস্থ্যকর্মীর শরীর জুড়ে অ্যালার্জি, ভর্তি হাসপাতালে
ফাইজারের টিকা শরীরে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় সারা গায়ে অ্যালার্জি বার হওয়া। তারপরই ওই স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিউ ইয়র্ক : করোনা প্রতিষেধক টিকা প্রদান ভারতে এখনও ট্রায়াল পর্যায়ে দেওয়া হচ্ছে। কোভ্যাক্সিন ট্রায়ালের তৃতীয় পর্যায় চলছে। তবে গণ টিকাকরণ শুরু হয়নি। ব্রিটেন, রাশিয়া বা আমেরিকায় অবশ্য তা শুরু হয়ে গেছে।
ব্রিটেন ও আমেরিকায় দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। আলাস্কায় এক স্বাস্থ্যকর্মীকে এই ফাইজারের টিকা প্রদান করা হয়েছিল গত মঙ্গলবার। টিকা নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যায় পার্শ্বপ্রতিক্রিয়া। সারা গায়ে তাঁর অ্যালার্জি বার হতে থাকে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়ে দিয়েছিল মার্কিন নাগরিকদের জন্য এই টিকা সুরক্ষিত। যদিও ব্রিটেনে এই ফাইজারের টিকা নিয়ে আগেই সতর্ক করেছিল সেখানকার স্বাস্থ্য বিভাগ।
তারা জানিয়ে দিয়েছিল যাঁদের খাবার বা ওষুধ থেকে অ্যালার্জি হওয়ার প্রবণতা রয়েছে তাঁরা ফাইজারের টিকা যেন না নেন। তাতেও ব্রিটেনে টিকাকরণ শুরুর পরই ২ জনের শরীরে প্রতিক্রিয়া দেখা যায়। তাঁদের অ্যালার্জি বার হয়ে যায়।
আমেরিকায় সেই চিন্তার কারণ নেই বলে জানানো হলেও ফাইজারের টিকায় কিন্তু স্বাস্থ্যকর্মীর শরীরে এভাবে অ্যালার্জি বার হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
যদিও ফাইজার জানিয়েছে তারা আগেই সতর্ক করেছিল যে যাঁদের আগে কখনও অন্য কোনও টিকা নিতে গিয়ে অ্যালার্জি বার হয়েছিল বা ফাইজারের এই করোনা প্রতিষেধক টিকায় যে উপাদান রয়েছে তার কোনওটি থেকে আগে অ্যালার্জি বার হয়ে থাকে তাহলে তাঁরা যেন এই টিকা নেওয়া থেকে বিরত থাকেন।
ওই স্বাস্থ্যকর্মীর দেহে অ্যালার্জি বার হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দ্রুত তাঁর অ্যালার্জির চিকিৎসা শুরু হয়। তারপর অবশ্য তাঁর যে অ্যালার্জি বার হয়েছিল তা ক্রমশ কমতে থাকে। সুস্থ হতে থাকেন তিনি।
গত সোমবার থেকে জরুরি ভিত্তিতে আমেরিকায় টিকাকরণ শুরু হয়েছে। এদিকে একটি সার্ভে বলছে আমেরিকায় করোনা ভয়ংকর প্রভাব ফেললেও সেখানকার ২১ শতাংশ মানুষ টিকা নিতে রাজি নন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা