২০ বছর শহরের মেয়র পদ সামলেছে একটি বেড়াল, কাজে খুশি শহরবাসী
শুধু মেয়র হিসাবে থাকাই নয়, মেয়র হিসাবে তার কাজেও খুশি ছিলেন শহরবাসী। মারা না গেলে হয়তো আরও কিছুদিন মেয়র পদে থাকত সে।
মেয়র হিসাবে তার কাজ শহরবাসীকে খুশি করেছে। ফলে তাকে মেয়র পদ থেকে সরানোর কথা কখনও কারও মাথায় আসেনি। সম্মানীয় মেয়র হিসাবে আমৃত্যু কাটিয়ে গেছে সে।
সে বলতে একটি বেড়াল। রং ছিল কমলা। খুবই মিশুকে প্রকৃতির। মেয়র হিসাবে শহরের বাসিন্দা থেকে শহরে হাজির হওয়া মানুষজন, সকলের সঙ্গে প্রতিদিন সে এসে আলাপ জমাত। এটা প্রায় নিজের দায়িত্বে পরিণত করেছিল সে।
এমন একটা দিনও বাদ যেত না যেদিন সে রাস্তায় ঘুরে প্রত্যেকের সঙ্গে আলাপ করে বেড়াত না। হতে পারে সে কথা বলতে পারত না। কিন্তু মিশুকে স্বভাবের বেড়ালটি কি বলতে চায় তা বুঝতে কখনও অসুবিধা হয়নি ১ হাজারেরও কম বাসিন্দার শহরের মানুষজনের।
আলাস্কার একটি ছোট্ট শহর টালকিটনা। ক্ষুদ্র শহর বলতে যা বোঝায় ঠিক তাই। তার আয়তনের জন্য এ শহরেরও এক মেয়র প্রয়োজন আছে এমনটা কারও মনে হয়নি। ফলে এ শহরে কখনওই কোনও মেয়র ছিলেননা।
১৯৯৭ সালে স্টাবস নামে এই মিশুকে বেড়ালটির সকলের সঙ্গে মিশে যাওয়ার স্বভাব শহরবাসীর খুব মনে ধরে। তাঁদের প্রস্তাবেই শহরের মেয়র পদে বসানো হয় বেড়ালটিকে।
১৯৯৭ সাল থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত মেয়র স্টাবস ছিল শহরের তথাকথিত প্রধান। ২০১৭ সালে তার মৃত্যুর পর থেকে ফের টালকিটনা শহরটি মেয়র শূন্য হয়ে পড়েছে।