৭৪ বছর বয়সেও ডিম পাড়ল বিশ্বের সবচেয়ে বৃদ্ধা পাখি
সে নিজেই একটা ইতিহাস। হিসাব বলছে তার বয়স এখন ৭৪ বছর। পাখিদের জগতে সে সবচেয়ে বয়স্ক। এই বয়সেও ডিম পাড়ল সে।
প্রকৃতি সর্বদাই চমক দেয়। জানান দেয় কোনও কিছুই চিরদিনের নয়। কোনও নিয়মও নয়। একটি বন্য পাখির বয়স যে ৭৪ বছর হতে পারে সেটাও তো একটা চমকই। কারণ ১৯৫৬ সালে এই পাখিটি যখন প্রথম নজরে পড়েছিল তখন তার বয়স ছিল ৫ বছর।
তারপর থেকে তাকে নজরেই রাখা হয়েছিল। বিশেষজ্ঞেরা তার গতিবিধির ওপর নজর রাখছিলেন। সাদা কালো পালকে মোড়া অনেকটা হাঁসের মত চেহারার এই পাখির ঠোঁট কিছুটা লম্বা। লায়সান অ্যালবাট্রস প্রজাতির এই পাখি বড় চেহারার সামুদ্রিক পাখি হিসাবই পরিচিত।
প্রশান্ত মহাসাগরের বিভিন্ন জায়গায় তাদের দেখতে পাওয়া যায়। সেই প্রজাতির পাখির দুনিয়ারই একটি পাখি হল উইসডম। উইসডম নাম দেওয়া হয়েছিল তাকে। সেই উইসডমের এখন ৭৪ বছর বয়স।
সে এখনও প্রতিবছর সেই জায়গায় একটা নির্দিষ্ট সময় ফিরে আসে যেখানে সে ডিম পাড়তে অভ্যস্ত। সেখানেই সে তার ৭৪ বছর বয়সেও খুঁজে নিয়েছে এক সঙ্গী। তার সঙ্গে মিলনের পর সে ১টি ডিমও পেড়েছে। সেই ডিমে তা দিতেও দেখা গেছে তাকে।
পড়ুন : ৬৭ বছর বয়সেও ডিম দিচ্ছে ‘জ্ঞানী’
এসবই ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস-এর প্যাসিফিক রিজিয়ন সমাজ মাধ্যমে প্রকাশ করেছে। ফলে এখন পৃথিবী জেনেছে বিশ্বের সবচেয়ে বয়স্ক পাখি ৭৪ বছর বয়সেও দিব্যি ডিম পেড়েছে।
প্রসঙ্গত উইসডম এখনও পর্যন্ত প্রায় ৪০টি ডিম পেড়েছে। হাওয়াইয়ের কাছেই উত্তর প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপে উইসডম বহাল তবিয়তে দিন কাটিয়ে চলেছে।