মৃত্যুর ১ বছর আগে প্রবাদপ্রতিম বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন একটি চিঠিতে লিখেছিলেন যে ঈশ্বর মানুষের দুর্বলতার অভিব্যক্তি ও সৃষ্ট বস্তু ছাড়া আর কিছুই নয়। জার্মান ভাষায় এক জার্মান দার্শনিক এরিক গুটকাইন্ডকে লেখা এই চিঠি খুব একটা তখন প্রচারের আলোয় আসেনি। পরবর্তীকালে ২০০৮ সালে সেই চিঠিটি নিলামে ওঠে ও বিক্রি হয়।
সেই চিঠি এবার দ্বিতীয়বারের জন্য বিক্রির অপেক্ষায়। নিউ ইয়র্কের ক্রিস্টিজ অকশনে চিঠিটি এক থেকে দেড় মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার চিঠিটি নিলামে উঠছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা