পৃথিবীতে প্রথম প্রাণের রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা
পৃথিবীর বুকে প্রথম জন্ম নিয়েছিল শ্যাওলা। ৬৫ কোটি বছর আগে সেদিন সেই শ্যাওলা না জন্মালে আজ এই মানবসভ্যতাই সৃষ্টি হতনা।
৬৫ কোটি বছর আগে পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল শ্যাওলা জাতীয় প্রাণ। সেদিন সেই শ্যাওলা না জন্মালে আজ এই মানবসভ্যতাই সৃষ্টি হতনা। পৃথিবীতে জীবন রহস্যের সমাধান করে এমনই জানালেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী জোকান ব্রুকস।
ব্রুকস ও তাঁর গবেষণা দলের সদস্যরা মধ্য অস্ট্রেলিয়ার পাহাড়ের পাললিক শিলাকে পরীক্ষার জন্য পাউডারে পরিণত করেন। তারপর তা থেকে সংগৃহীত অণু পরীক্ষা করে সিদ্ধান্তে পৌঁছন যে আনুমানিক ৬৫ কোটি বছর পূর্বে পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল প্রথম প্রাণ শ্যাওলা।
সেই শ্যাওলাই ক্রমে পৃথিবীর বুকে প্রাণের সঞ্চার করতে থাকেন। শ্যাওলাই পৃথিবীতে একটা বস্তুতান্ত্রিক বিপ্লবের জন্ম দেয়।
শ্যাওলার পাশাপাশি পরবর্তীকালে সমুদ্রের প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াও এই প্রাণ সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে দাবি করেছেন ব্রুকস।
ব্যাখ্যা করতে গিয়ে ব্রুকস বলেন, আইস এজ বা তুষার যুগ পার করে ক্রমশ হিমবাহ গলে জল শিলাখণ্ডের খাদ্যগুণসম্পন্ন পদার্থ গুলে নিয়ে মহাসাগরে জমা করছিল।
সেসময়ে পৃথিবীর তাপমাত্রা এমন জায়গায় ছিল যে তা এই শিলাখণ্ডের খাদ্যগুণ থেকে শ্যাওলা গঠনের জন্য প্রস্তুত ছিল। সেটাই হয়। শ্যাওলা জন্মায়। পৃথিবীতে সঞ্চারিত হয় প্রাণ।