আলজেরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল আড়াইশোর ওপর যাত্রীর। পশ্চিম আলজেরিয়ার বোফারিফ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমান বন্দরের কাছে একটি কৃষিজমির ওপর নেমে আসে আলজেরিয়া সেনাবাহিনীর বিমানটি। তারপর ওই কৃষিজমির ওপর আছড়ে পড়ে সেটি। আগুন ধরে যায় বিমানটিতে। সেসময়ে বিমানে উপস্থিত ছিলেন শতাধিক আলজেরীয় সেনা আধিকারিক ও পশ্চিম সাহারার পোলিসারিও স্বাধীনতা সংগ্রামের সদস্যরা। তাঁদের কেউই আর বেঁচে নেই বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে সবমিলিয়ে ২৫৭ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।এদিকে বিমান দুর্ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে আসেন সেনা আধিকারিকরা। আসে দমকল। কৃষিজমির ওপর জ্বলতে থাকা বিমানের আগুন নেভাতে আপ্রাণ লড়াই শুরু করে দমকল। একে একে বার করে আনা হয় দেহ।
বুধবার সকালে বোফারিফ বিমানবন্দর থেকে উড়ান দেয় বিমানটি। গন্তব্য ছিল আলজেরিয়া-সাহারা সীমান্তের কাছে টিনডফ এলাকা। কিন্তু তার আগেই ভেঙে পড়ল বিমানটি। কেন বিমানটি ভেঙে পড়ল তা এখনও অজানা। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে আলজেরিয়ার সেনা।