ইংরাজি বলতে গিয়ে হল যত সমস্যা, বেকায়দায় আলিয়া ভাট
অনর্গল ইংরাজিতে কথা বলা যে আলিয়া ভাটের ধাতে সয়না তা বেশ বোঝা যাচ্ছে। কারণ আলিয়া যা নিজে মুখেই স্বীকার করলেন তা শুনে অনেকেই অবাক।
বলিউডে আলিয়া ভাট এখন প্রথমসারির নায়িকা। অভিনয় জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত পরিবারের মেয়ে। বাবা মহেশ ভাট। প্রাচুর্যের মধ্যেই তাঁর বড় হয়ে ওঠা। বড় স্কুলে পড়াশোনা।
এভাবে বেড়ে ওঠা ছেলে মেয়েদের ইংরাজি ভাষার ওপর দখলটা যে থাকবে তা এখন সকলেই বুঝতে পারেন। কিন্তু আলিয়া ভাটের ক্ষেত্রে যে সে যুক্তি খাটে না তা বোঝা গেল তাঁর কথাতেই।
বলিউড থেকে হলিউডে পা রাখতেই ইংরাজি নিয়ে মহা ফাঁপরে পড়েছেন আলিয়া। স্পাই থ্রিলার হার্ট অফ স্টোন সিনেমার অন্যতম চরিত্রে অভিনয় করছেন আলিয়া।
শ্যুটিং শুরু হতে আলিয়ার মনে হয়েছে সিনেমার সেট বিশ্বজুড়ে একই নিয়মে চলে। সেখানে বলিউডের সঙ্গে কোনও ফারাক নেই। সমস্যা হল ইংরাজি। ইংরাজিটা এখানে অনর্গল বলে যেতে হয়।
আলিয়া জানিয়েছেন, তিনি জীবনে কখনওই এত ইংরাজিতে কথা বলেননি। তিনি সারাজীবন হিন্দিই বলে এসেছেন। ওই ভাষাতেই স্বচ্ছন্দ। মাঝেমধ্যে তিনি ইংরাজি বলতেন বলেও জানিয়েছেন। কিন্তু এমন অনর্গল কখনওই নয়।
ফলে একটানা কেবল ইংরাজি বলে যাওয়াটার সঙ্গে খাপ খাইয়ে নিতে আলিয়ার বেশ সমস্যা হচ্ছে। তবে ওটা বাদ দিলে তাঁর হলিউড সিনেমায় কাজ করতে ভালই লাগছে বলেও জানিয়েছেন আলিয়া। প্রসঙ্গত হার্ট অফ স্টোন একটি নেটফ্লিক্স সিনেমা। যা আগামী ১১ অগাস্ট থেকে স্ট্রিমিং শুরু করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা