Entertainment

আত্মপ্রকাশ করল ‘রাজি’-র পোস্টার, ইউটিউবে ট্রেলার

একজন দৃঢ়প্রতিজ্ঞ নারী। একজন বিশ্বাসী বোন। একজন দায়িত্ববান স্ত্রী। আর সবশেষে দেশকে সর্বতোভাবে ভালোবাসা এক গুপ্তচর। এতগুলো চরিত্রে নিজেকে মেলে ধরাটা সহজ ছিল না। সহজ ছিল না পাকিস্তানের ষড়যন্ত্রের সমস্ত খবর নিজের দেশের কাছে পৌঁছে দেওয়া। তবে পরিচালক মেঘনা গুলজার এবং প্রযোজক করণ জোহর ভরসা রেখেছেন তাঁর উপর। পারলে তিনিই পারবেন। ৭০-এর দশকে পাকিস্তানের বুকে গুপ্তচরবৃত্তি করে আসা রক্তমাংসের অসমসাহসী ভারতীয় মহিলা চরের চরিত্রটিকে নিখুঁত করে ফুটিয়ে তুলতে। পরিচালক, প্রযোজকের সেই আস্থার যোগ্য মর্যাদা হয়তো রাখতে পেরেছেন আলিয়া ভাট। অন্তত ইউটিউবে ২ মিনিট ২২ সেকেন্ডের টানটান ‘ট্রেলার’ তো তারই সাক্ষ্য দিচ্ছে। প্রসঙ্গত গত মঙ্গলবারই আত্মপ্রকাশ করেছে তাঁর ছবি ‘রাজি’-র পোস্টার। সামনে এসেছে ইউটিউবে ট্রেলারও।

‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘টু স্টেটস’, ‘ডিয়ার জিন্দেগি’-তে নিজের অভিনয়ের জাত আগেই চিনিয়ে দিয়েছেন আলিয়া। তাই ‘রাজি’-র মত সিরিয়াস ধারার ছবিতে নিজের অভিনয় যে মহেশ ভাট কন্যা নিংড়ে দেবেন, তা বলার অপেক্ষা রাখে না।


তাঁর ছবি মানেই নতুন কিছু। টাটকা গল্প, নতুন অবতার, চ্যালেঞ্জিং অভিনয়। দর্শকদের সেই প্রত্যাশা এবারেও কি আলিয়া পূরণ করতে পারবেন? পারবেন, পর্দায় পাক পুলিশ আধিকারিককে বিয়ে করে দেশের জন্য বুদ্ধি দিয়ে লড়তে? সাধারণ একজন মেয়ে ও গৃহবধূ হিসেবে নিজের মুলুককে সুরক্ষিত করতে? এইসব প্রশ্নের উত্তর পেতে গেলে আগামী ১১ মে পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে দর্শককে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button