
ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমান, নদিয়া ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে তার কিছুটা প্রভাব কলকাতার ওপরও পড়বে। এদিকে সোমবারের অতিভারী বৃষ্টির জেরে মঙ্গলবারও সকালে জলে ডুবে রইল শহরের বহু এলাকা। দক্ষিণে লেক গার্ডেন্স থেকে শুরু করে মধ্য কলকাতার ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট সহ অনেক জায়গা থেকেই জল নামেনি। দুপুর পর্যন্ত সেখানে বদলায়নি ছবি। এদিকে হাওড়া স্টেশনের লাইনে জল জমে যাওয়ায় বহু লোকাল ট্রেন সময় মেনে চলতে পারেনি। দূরপাল্লার কোনও ট্রেন এদিন হাওড়া থেকে না ছেড়ে সাঁতরাগাছি থেকে ছেড়েছে। বাতিল হয়েছে ৩টি ট্রেন। হাওড়া-দিঘা এক্সপ্রেস, হাওড়া-দিঘা সুপার ফাস্ট এক্সপ্রেস ও হাওড়া-পুরুলিয়া-ঝাড়গ্রাম এক্সপ্রেস বাতিল করা হয়। এছাড়া অন্য ট্রেন ছাড়লেও তা নির্ধারিত সময়সূচী মেনে চালানো সম্ভব হয়নি। এদিকে এদিন কলকাতায় তেমন বৃষ্টি না হলেও দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে। ফলে সকালেই এখানে জনজীবন থমকে যায়। অবস্থা আরও ঘোরাল করেছে ডিভিসি। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। ফলে এদিন বেলার দিকে ডিভিসি আরও ৫০ হাজার ৪২৬ কিউসেক জল ছাড়ে। পরপর দুদিন ডিভিসি জল ছাড়ায় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বানভাসি চেহারা নিয়েছে। রাজ্যের সঙ্গে কথা না বলে আর যাতে কোনও জল ডিভিসি না ছাড়ে সেজন্য তাদের চিঠি পাঠিয়েছে সেচ দফতর।