নিম্নচাপের জেরে চড়ছে পারদ, বৃষ্টি নিয়ে হাওয়া অফিসের তথ্য
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যার হাত ধরে এ রাজ্যে যে শীতের আমেজ এসেছিল তা উধাও হয়েছে। সেখানে দাপট দেখাচ্ছে গরম।
বঙ্গোপসাগরে নিম্নচাপ যেন পিছু ছাড়ছে না। একের পর এক তৈরি হয়েই চলেছে। নভেম্বরের শেষের দিকে পৌঁছেও ফের একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে। যার হাত ধরে এ রাজ্যে হুহু করে ঢুকছে জলীয় বাষ্প। আর তার জেরেই পারদ চড়ছে।
বাতাসে যত এভাবে জলীয় বাষ্প বাড়তে থাকবে, ততই শীতের আমেজ উধাও হবে। ইতিমধ্যেই গত ২ দিনে রাতের পারদ চড়েছে।
ফলে রাতে সেই শীত শীত আমেজ চলে গেছে। দুপুরের দিকে অনেক বাড়িতে ফ্যান চালাতে হচ্ছে। এই পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত বজায় থাকবে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ কেটে গেলে এই পরিস্থিতিও কেটে যাবে বলে আশ্বস্ত করেছে হাওয়া অফিস। তবে তার আগে রবিবার, সোমবার ও মঙ্গলবার এ রাজ্যে পারদ চড়বে। রাতের তাপমাত্রা কমপক্ষে ১ ডিগ্রি করে প্রাত্যহিক বাড়বে। মঙ্গলবার তা ২ ডিগ্রিতে দাঁড়াতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লেও অবশ্য বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে তেমন একটা নেই।
আকাশে মেঘের সঞ্চার হতে পারে। তবে তাতে বৃষ্টি হবে না। তাও হয়তো সোম বা মঙ্গলবার। অবশ্য দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের ৪টি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার পর্যন্ত এমন পরিস্থিতি বজায় থাকবে। বুধবার থেকে নিম্নচাপ কেটে পারদ পতন শুরু হবে। ফিরবে ঠান্ডার আমেজ।
আগামী সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে রাতের পারদ ১৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।