বছরের শুরুতেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিল হাওয়া অফিস
বছরের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর তা টেরও পাচ্ছেন মানুষজন। ফলে খোশমেজাজে পয়লা জানুয়ারির খুশিতে মেতেছেন অনেকে।
পশ্চিমী ঝঞ্ঝা অতীত। অতীত শীতের ছন্দ কাটা বর্ষা মেজাজি মেঘের আনাগোনা। বর্ষশেষের দিন থেকে আবহাওয়া বদলে শীতের দিনে শীতের পরশ লেপ্টে ছিল বঙ্গ জুড়ে। সেই ঠান্ডা আরও বাড়ল শনিবার পয়লা জানুয়ারি।
বছরের প্রথম দিন। সংক্রমণের চিন্তার মধ্যেই অবশ্য মানুষ এদিন সকাল থেকে নিউ ইয়ার পালনে মেতেছেন। আবহাওয়া দফতর খুশির খবরও শুনিয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস হল জানুয়ারির শুরুটা জাঁকিয়ে ঠান্ডাতেই কাটাতে পারবেন রাজ্যের মানুষজন। উত্তুরে ঠান্ডা হাওয়া হুহু করে ঢুকছে। ফলে পারদ পতন হতেই থাকবে। জাঁকিয়ে ঠান্ডা বাড়তেই থাকবে।
মানুষ দিব্যি উপভোগ করতে পারবেন শীতের আমেজ। সঙ্গে থাকবে ঝলমলে আকাশ। শীতের রোদ গায়ে মেখে জানুয়ারির শুরুর কটা দিন নিশ্চিন্তে কাটাতে পারবেন সকলে।
আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে জানুয়ারির প্রথম সপ্তাহ অন্তত দারুণ কাটতে চলেছে বাঙালির।
যদিও সংক্রমণ চোখ রাঙাচ্ছে। ফলে যতটা বনভোজন, বেড়াতে যাওয়া, ছোটদের নিয়ে শহরের মধ্যেই কোথাও ঘুরে আসা, কারও বাড়িতে জমাটি আড্ডার আসর বসানো, শপিং মলে যাওয়া বা সিনেমা যাওয়ার পরিকল্পনা সকলে করে থাকেন তা এবার সেভাবে হয়ে উঠবে না।
প্রশাসনও বারবার সতর্ক করছে মানুষকে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু পর্যন্ত বিশ্ববাসীকে সতর্ক করে জানিয়েছিল উৎসব পালনের চেয়ে প্রাণ রক্ষা অনেক বেশি জরুরি।