ফের পারদ চড়বে, কবে থেকে জানাল হাওয়া অফিস
জানুয়ারির শুরুতেই পারদ পতন শুরু হয়েছে। মানুষ শীত উপভোগের সুযোগ পাচ্ছেন। কিন্তু এই সুখ বেশিদিন সইবে না। চড়বে পারদ। কবে থেকে জানাল হাওয়া অফিস।
জানুয়ারির শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা কেটে পারদ পতন শুরু হয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গ জুড়ে এখন দাপুটে ব্যাটিং করছে শীত। মানুষও খুশি এই শীতটুকু পেয়ে। কিন্তু সেই সুখ যে বেশিদিন সইবে না তা স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস।
ফের পারদ চড়বে বলেই জানিয়েছেন আবহবিদেরা। আগামী বুধবার থেকেই পারদ চড়তে শুরু করবে বলে পূর্বাভাস। ৫ জানুয়ারি থেকে বাড়তে শুরু করার পর ৭ জানুয়ারি তা আরও বাড়বে।
ফলে যে পারদ পতনের সুখে দিন কাটাচ্ছিলেন মানুষজন তা উধাও হতে পারে দ্রুত। এর পিছনেও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ফের আক্রমণ।
ইতিমধ্যেই কাশ্মীরের আকাশে মেঘের ঘনঘটা। সেখানে পার্বত্য অঞ্চলে তুষারপাত ও সমতলে বৃষ্টির পরিস্থিতি তৈরি। ফলে ফের ধাক্কা খাবে উত্তুরে হাওয়ার গতিপথ।
ঠান্ডা উত্তুরে হাওয়া প্রবেশ করতে না পারা মানে রাজ্যে পারদ চড়ার পরিস্থিতি তৈরি হওয়া। সোমবার কলকাতার পারদ গত দিনের সঙ্গে একই থেকেছে। সেই ১৩.৫ ডিগ্রিতেই দাঁড়িয়ে আছে সর্বনিম্ন পারদ। কিন্তু রবিবারের তুলনায় সোমবার উত্তুরে হাওয়ার দাপট অনেকটা কমেছে।
ইতিমধ্যেই দাঁড়ি পড়েছে যাবতীয় পর্যটনে। ফলে মানুষের শীত উপভোগ করে কিছুটা বেড়িয়ে নেওয়ার যে প্রবণতা শীতের দিনগুলোয় চোখে পড়ে তাও এখন আর সম্ভব নয়।