বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝাই কি শেষ করল এবারের শীত
পশ্চিমী ঝঞ্ঝা বারবার হানা দিয়েছে পশ্চিমবঙ্গে। শীতে বারবার মেঘ করে বৃষ্টি এসেছে। এবারে শীত কি এই পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরেই বিদায় নেবে? কি বলছেন আবহবিদেরা।
গত শুক্রবার থেকেই মেঘ করছিল। ক্রমে সেই মেঘ থেকে বৃষ্টি। এবার দক্ষিণের জেলায় রবিবার সকাল পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি মাঝেমধ্যেই হলেও ঝেঁপে বৃষ্টি হয়নি। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ আশপাশের জেলায়। দক্ষিণ ২৪ পরগনায় ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার সকালটা ছিল উৎসব মুখর। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই নানা জায়গায় হয়েছে অনুষ্ঠান। কিন্তু আবহাওয়া ছিল বিরূপ।
মেঘে ঢাকা ছিল আকাশ। মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি। এমন সোমবারও চলবে বলেই পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবহাওয়া বদলেছে।
বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে একটা জোলো আবহাওয়া বিরাজ করছে। শীত উধাও হয়ে গেছে গোটা দক্ষিণবঙ্গে থেকেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভাল ঠান্ডা থাকে এসময়। কিন্তু তা উধাও হয়েছে।
এখন জানুয়ারি প্রায় শেষ হতে গেল। এই সময় এমনিতেই শীত আস্তে আস্তে তার বিদায়ের জানান দিতে শুরু করে। এবার একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা শীতের দিনগুলোয় শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
এমন করেই গোটা শীতকালটাই প্রায় কাটল। এবার যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে তা কাটলে কি আর শীত ফিরবে? এ প্রশ্ন অনেকের।
আবহবিদরা মনে করছেন শীত ফিরতেও পারে। তবে তা খুব বেশি দিনের হবেনা। এবার উত্তুরে হাওয়া বিদায় নেবে। ক্রমে চড়বে পারদ। ফলে এটা মনে করা যেতেই পারে যে এবারের মত পশ্চিমী ঝঞ্ঝাই শেষ করে দিল কটা দিনের টানা শীত উপভোগের সুযোগটুকু।