
মঙ্গলবারের কলকাতার আকাশ দেখে একথা বলা মুশকিল যে আর ৪৮ ঘণ্টার মধ্যেই কলকাতায় শুরু হতে পারে বৃষ্টি। কিন্তু পরিস্থিতি ক্রমশ সেই সম্ভাবনাকেই পাকাপোক্ত করছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি মায়ানমার ছেড়ে এখন মুখ ঘুরিয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। সমুদ্রের ওপর অবস্থান করে তা নিজের শক্তিও অনেকটাই বাড়িয়ে নিয়েছে। যার জেরে আগামী বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা শুক্রবারও স্থায়ী হবে।
তবে শনিবার, অর্থাৎ কালীপুজোর দিন ঠিক কেমন আবহাওয়া হবে তা এখনই পরিস্কার নয়। ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতির ওপর তা অনেকটাই নির্ভর করছে। এদিকে ওড়িশা উপকূলে আছড়ে পড়লে ক্যান্ত যাতে বড় ধরণের ক্ষয়ক্ষতি না ঘটাতে পারে তার জন্য আগাম ব্যবস্থা নিচ্ছে ওড়িশা সরকার।