কবে পর্যন্ত চলবে এই মেঘ, বৃষ্টি, জানিয়ে দিল হাওয়া অফিস
মেঘলা আকাশ, কোথাও কোথাও হাল্কা বৃষ্টি। এভাবেই কাটল বৃহস্পতিবার। এমন মেঘলা, বৃষ্টিভেজা পরিস্থিতি কতদিন বহাল থাকবে, জানিয়ে দিল হাওয়া অফিস।
পুরো শীতকালটাই দফায় দফায় বৃষ্টিতে কেটে গেল পশ্চিমবঙ্গের। প্রায় প্রতি সপ্তাহেই মেঘ, হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এমন পরিবেশ পেতে হয়েছে। চলতি সপ্তাহেও একই পরিস্থিতি।
বৃহস্পতিবার পুরো দিনই মেঘে ঢাকা রইল রাজ্যের আকাশ। অনেক জায়গায় হাল্কা বৃষ্টিও হয়েছে। কোথাও কোথাও পুরু মেঘে ছেয়ে থেকেছে আকাশ।
একটা জোলো আবহাওয়ায় কাটাতে হয়েছে আম জনতাকে। আবহাওয়া দফতর কিন্তু যে পূর্বাভাস দিচ্ছে তাতে খুব একটা স্বস্তির কারণ নেই। আবার হয়তো কিছুটা আছেও।
আবহাওয়া দফতর জানাচ্ছে শুক্রবার দিনভর বৃষ্টি হবে। তবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। প্রবল বৃষ্টির পূর্বাভাস নেই।
তার মধ্যে হাল্কা বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। কেবল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত শুক্রবারও কলকাতা সহ আশপাশের এলাকা ভেসেছিল বৃষ্টিতে। ফের এই শুক্রবারেও বৃষ্টির পূর্বাভাস।
সাধারণ মানুষের বিরক্ত হয়ে প্রশ্ন এমন পরিস্থিতি কবে পর্যন্ত চলবে? আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, শুক্রবার বৃষ্টি হলেও শনিবার থেকে আকাশ ফের পরিস্কার হয়ে যাবে। রোদ উঠবে। সেক্ষেত্রে শীত ফের কিছুটা ফেরার সম্ভাবনাও রয়েছে।
বৃষ্টির পর আকাশ পরিস্কার হলে একদম শেষ মাঘে পৌঁছে একটা শেষ কামড় বসাতে পারে শীত ঋতু। এখন আবহাওয়া কি স্থির করেছে তা স্পষ্ট হবে রোদ ওঠার পরই। যার জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।