শীত শেষেও বৃষ্টি, কবে পরিস্কার হবে আকাশ, জানাল আবহাওয়া দফতর
রবিবার থেকে যে আকাশ মেঘে ঢাকবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। রবিবার সকাল থেকেই পূর্বাভাস মত আকাশে মেঘের পুরু আস্তরণ। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি।
শীতকালটা দফায় দফায় বৃষ্টিতেই এবার কেটে গেল বঙ্গবাসীর। শীত জুড়েই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বারবার বৃষ্টি ফিরেছে। সেই বৃষ্টি আবহাওয়া বদলে দিয়েছে। তারপর ফের রোদ উঠলে ঠান্ডা ফিরেছে।
এমন করে কাটলেও এবার কিন্তু তা আর হবে না। কারণ রাজ্যে এখন বসন্ত এসে গেছে। শীত বিদায় শুরু হয়েছে। ফলে রবিবার থেকে আকাশ মেঘে ঢেকে যে জোলো আবহাওয়া তৈরি হয়েছে তা কেটে যাওয়ার পর আর জাঁকিয়ে ঠান্ডার কোনও সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা। বরং পারদ উর্ধ্বমুখীই থাকবে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই ফের রবিবার থেকে রাজ্য জুড়ে আকাশ মেঘে ঢাকা পড়েছে। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যত্রও বৃষ্টি হবে। তবে মাঝারি বা হাল্কা। তবে মেঘে ঢাকা আকাশ থেকে আপাতত ২ দিন রেহাই নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী মঙ্গলবার থেকে আকাশ পরিস্কার হয়ে যাবে। ফের ঝলমলে রোদ উঠবে। কিন্তু তার আগে রবি ও সোমবার এই মেঘলা পরিস্থিতি বজায় থাকবে।
রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার সকাল থেকেই কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে।
রবিবার বৃষ্টির জেরে মন খারাপ করা আবহাওয়ায় এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে পুর ভোটের প্রচারে অবশ্য খামতি ছিলনা। আগামী রবিবার ভোট। তার আগে এদিনই ছিল প্রচারের শেষ রবিবার। তাই সকাল থেকেই মেঘলা আকাশ মাথায় করে প্রার্থীরা বেরিয়ে পড়েন প্রচারে।