ফের মেঘে ছাইতে চলেছে আকাশ, আসছে বৃষ্টি
ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গেল। ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টি আসছে। কবে কোথায় বৃষ্টি তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
সকলে এখন মানসিকভাবে নিজেদের তৈরি করে নিয়েছেন। বর্ষা বলেই নয়, সারা বছরই বৃষ্টির ভোগান্তির জন্য মনে মনে নিজেদের বুঝিয়ে নিয়েছেন তাঁরা।
এবার শীতকাল যেভাবে দফায় দফায় বৃষ্টিতে কেটেছে তাতে তাঁরা এমনটা বিশ্বাস করতে শুরু করেছেন যে মেঘ, বৃষ্টি তাঁদের সারা বছরের সঙ্গী হয়ে থাকবে।
২ দিন আগেই মেঘে ঢাকা ঝিরঝিরে বৃষ্টির রবিবার কাটানোর পর এবার ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ২ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে এ রাজ্যে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, সর্বত্রই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘের আস্তরণ থাকবে আকাশে। ফলে পরিস্কার রৌদ্রজ্জ্বল দিন পাওয়া যাবেনা।
বৃহস্পতিবারের পর শুক্রবারও বৃষ্টি হবে। শনিবার থেকে ফের আকাশ পরিস্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহান্ত পরিস্কার কাটবে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। তবে উপকূলীয় এলাকায় বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। কলকাতাতেও হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি অনেক বেশি হবে।
উত্তরের জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টির দাপট থাকবে। একটি পশ্চিমী ঝঞ্ঝা ফের কাশ্মীর হয়ে ভারতে প্রবেশ করেছে। তার জেরে উত্তর ভারতজুড়েই সমতলে বৃষ্টি ও হিমালয়ের পাহাড়ি এলাকায় তুষারপাত হবে বুধ ও বৃহস্পতিবার। তার জেরেই এ রাজ্যে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।