ভোটারদের চিন্তা বাড়ল, রবিবারের পুরভোটে ছাতাই ভরসা
ভোটারদের জন্য চিন্তার কথাই শোনাল আবহাওয়া দফতর। রবিবার পুরভোটের দিন কোথায় কোথায় বৃষ্টি হবে জানিয়ে দিল তারা। ফলে ভোট দিতে ছাতাই ভরসা।
রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট। প্রচার শেষ হয়েছে শুক্রবার বিকেলে। ভোট গ্রহণের প্রস্তুতি তুঙ্গে। এদিকে শুক্রবার মেঘলা দিনে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছে রাজ্যের অনেক জায়গা।
শনিবার অবশ্য সেই অবস্থা থাকবে না বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার আকাশ পরিস্কার হবে। কিন্তু তা সাময়িক স্বস্তি। কারণ রবিবার ফের রাজ্যের উত্তর থেকে দক্ষিণের আকাশ মেঘে ছেয়ে যাবে। নামবে বৃষ্টি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তুলনায় বেশি বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। সেখানে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
রবিবারই পুরভোট। ফলে সকাল থেকেই বিভিন্ন জায়গায় বুথে বুথে ভোটারদের লাইন পড়তে চলেছে। ঝলমলে আকাশ হলে চিন্তা থাকেনা। কিন্তু বৃষ্টির সম্ভাবনা চিন্তা বাড়িয়েছে। কারণ অধিকাংশ বুথেই লাইন পড়ে খোলা আকাশের নিচে।
ফলে সেখানে ছাতা ছাড়া বৃষ্টি এড়ানোর উপায় নেই। এমনকি বৃষ্টি হলে ভোট দিতে যাওয়ার উৎসাহেও খামতি দেখা যায়। পরিস্কার আকাশে ভোট যেমন ভোটারদের জন্যও নিশ্চিন্তের, তেমনই নির্বাচনী আধিকারিক থেকে কর্মীদের জন্যও তা সহায়ক ভূমিকা নেয়।
বৃষ্টি হলে ভোটগ্রহণের বিভিন্ন কাজেও কিছুটা সমস্যা। অবশ্য আবহাওয়ার ওপর কারও হাত নেই। অতএব বৃষ্টির কথা মাথায় রেখেই ভোটদান কীভাবে করবেন তা আমজনতাকে ভেবে রাখতে হবে। প্রস্তুত থাকতে হবে বৃষ্টির জন্য।