বসন্তের বিকেলে ঝোড়ো হাওয়ার ধাক্কা, কোথায় বৃষ্টি জানাল হাওয়া অফিস
পূর্বাভাস ছিল হাল্কা থেকে মাঝারি বৃষ্টির। কিন্তু রবিবার বিকেলে বেশ কয়েকটি জেলায় দমকা ঝোড়ো বাতাসের দাপট দেখা গেছে। অনেক জায়গায় বৃষ্টি হয়েছে।
পুরভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে রবিবার সকাল থেকেই উত্তেজনা কিছু কম ছিলনা। রোদ, মেঘ ২ ছিল আকাশে। তবে বৃষ্টি তেমন ছিলনা।
বিকেল নামতেই কিন্তু আবহাওয়া বদলে যায়। দমকা ঝোড়ো হাওয়া দিতে শুরু করে। অনেকেই ভুল করেন ঝড় হচ্ছে ভেবে। দমকা হাওয়ায় বাইরে শুকোতে দেওয়া পোশাক তুলতে তুলতেই অবশ্য হাওয়ার ধাক্কা কিছুটা কমে যায়।
বেশ কিছু জায়গায় হাল্কা বৃষ্টি শুরু হয়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ছিল বেশি। দুপুরে আবহাওয়া দফতর সতর্কতা জারি করে জানায়, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি আসতে চলেছে। হয়ও তাই।
বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়। অনেক জায়গায় মেঘে ছেয়ে যায় আকাশ। বাতাসে ছিল বৃষ্টির গন্ধ। মেঘের গুড়গুড় শব্দও কানে আসতে থাকে। বিকেলের পরিবেশটা নিমেষে অন্যরকম হয়ে যায়।
একটি নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে রাজ্যের ওপর। তার জেরে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এ রাজ্যে মেঘের সঞ্চার হচ্ছে। যার ফলে অনেক জায়গায় বৃষ্টিও হয়েছে।
উপগ্রহ চিত্রেও পরিস্কার যে এ রাজ্যের উত্তরভাগ তো বটেই, এমনকি প্রায় পুরো রাজ্যেই কম বেশি মেঘের আস্তরণ রয়েছে। খোদ কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বসন্তের গন্ধের সঙ্গে আলতো বৃষ্টি কিন্তু রবিবারের পরিবেশটাই বদলে দিয়েছে।