দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি উত্তরেও
দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। অন্যদিকে গরম কিন্তু বাড়বে বলেই পূর্বাভাস।
কলকাতা সহ আশপাশের বেশ কয়েকটি জেলায় গত ২-৩ দিন ধরেই সকালের দিকে পাতলা মেঘে আকাশ ছেয়ে থাকছে। ফলে রোদের দেখা সকালের দিকে মিলছেনা। বিকেলও একই ছবি নজরে আসছে। বিকেলের পর প্রাণ জুড়োনো একটা হাওয়াও দিচ্ছে।
তবে বেলা বাড়লে রোদের তেজ প্রখর হচ্ছে। বেশিক্ষণ বাইরে থাকা পর্যন্ত যাচ্ছে না। পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা আরও শোচনীয়। সেখানে পারদ ক্রমশ চড়ছে। এরমধ্যেই দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার আকাশে আংশিক মেঘের সঞ্চার দেখা যাবে। বাকি জেলাগুলিতে কিন্তু পারদ চড়বে।
এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ফলে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণের তুলনায় আবহাওয়া ভাল থাকবে বলেই মনে করা হচ্ছে।
মধ্য চৈত্র পার করেও কিন্তু এখনও কালবৈশাখীর দেখা মেলেনি। পরিবেশ তৈরি হলেও কালবৈশাখী এখনও ঝাপটা মারেনি। চলতি বছরে কিন্তু দেশের দক্ষিণভাগ বাদ দিলে বাকি অংশে পারদ স্বাভাবিকের চেয়ে বেশি থাকার পূর্বাভাস রয়েছে।
পশ্চিম ভারতের দিকে তো পারদ ইতিমধ্যেই তাণ্ডব শুরু করেছে। তাপপ্রবাহ চলছে। বেলা বাড়লে মানুষ ঘরের বাইরে থাকতে পারছেন না।