দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে, কি বলছে আবহাওয়া দফতর
কবে আসবে বৃষ্টি? আপাতত সেদিকে চেয়ে চাতক অপেক্ষায় সকলে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে? আবহাওয়া দফতর যা বলল তাতে আশা জিইয়ে রইল।
আগুনে গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। এর মাঝে উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টি হলেও দক্ষিণে বৃষ্টির দেখা নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তো তাপপ্রবাহ চলছে। ৪৪ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে পারদ।
বুধবারই পশ্চিমের ৭ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান।
এর বাইরে অন্য জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও কম কিছু হবে না। প্রবল গরম থাকবে। পিচ গলা গরমে পুড়তে হবে মানুষকে। আর এর থেকে রেহাইয়ের একমাত্র পথ বৃষ্টিরও কোনও সম্ভাবনা আগামী কয়েকদিনে দেখছে না আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর এই মাসেই আর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখছে না। তবে শুক্রবারের পর থেকে আবহাওয়া বদলাতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। তাঁরা মনে করছেন এর পর বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে।
আগামী সপ্তাহে হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। তবে মে মাসের শুরু থেকে যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে তা জানাচ্ছেন তাঁরা। তার আগে এই কদিন যেমন প্রাণান্তকর গরম থাকছে তেমনই থাকবে। এই পরিস্থিতির বড় একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
বৈশাখের প্রায় মধ্য পর্যায়ে পৌঁছতে চলেছে ক্যালেন্ডার। তার আগে এখনও দেখা নেই কালবৈশাখীর। এমনটা অনেক বছর দেখা যায়নি।
এরমধ্যে একাধিক কালবৈশাখী হানা দেয় দক্ষিণবঙ্গে। এবার তা হয়নি। এভাবে দিনের পর দিন ৪০ ছুঁই ছুঁই পারদ সহ্য করতে করতে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গবাসী।