আজ কোন কোন জেলায় বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
শুক্রবার বিকেলে সামান্য বৃষ্টিতেই প্রাণ ফিরে পেয়েছেন অনেকে। শনিবার কোন কোন জেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতা কি রয়েছে তালিকায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর।
মার্চ, এপ্রিল জুড়ে বৃষ্টিহীন দক্ষিণবঙ্গে মানুষ তাপপ্রবাহ আর প্রাণান্তকর গরমে নাজেহাল হয়ে যাচ্ছিলেন। পুড়ছিল শহর থেকে গ্রাম। সেই দুর্বিষহ পরিস্থিতি থেকে কিছুটা হলেও মুক্তি মেলে শুক্রবার সন্ধ্যায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ জুড়েই কম বেশি বৃষ্টি পেয়েছেন মানুষজন।
শনিবার সকাল থেকেই আবার আকাশে রোদের দেখা নেই। আলতো ঠান্ডা হাওয়া বইছে। চাপা গরমও রয়েছে। যা অস্বস্তি বাড়াচ্ছে। তবে রোদ কম থাকায় সেই কষ্টটা হচ্ছেনা।
এদিকে আকাশে মেঘের আস্তরণে আশার আলো জেগেছে মানুষের মনে। শনিবারও বৃষ্টির আশায় রয়েছেন তাঁরা। আবহাওয়া দফতর অবশ্য পরিস্কার করে দিয়েছে কোন কোন জেলায় এদিন বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের ৪টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার মধ্যে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়া। বাকি জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে মেঘের আস্তরণ দেখে মানুষের আশা যদি তা থেকে ২-৪ ফোঁটা বৃষ্টি হয়।
দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের ৮ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি হতাশ করেনি। তবে দক্ষিণবঙ্গ চাতকের দৃষ্টিতে তাকিয়েছিল আকাশের দিকে। সেই আশা পূরণ হয় শুক্রবার।