পুজোর আগে বৃষ্টির হাত থেকে রেহাই নেই, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ
পুজো আর কয়েকদিনের অপেক্ষা। এদিকে পুজোর আগে রাজ্যে বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার আশা কমছে। বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে একটি নিম্নচাপ।
পুজোর আর কটা দিন বাকি। মহালয়া আগামী রবিবার। তারপরই কার্যত রাজ্য জুড়ে পুজোর আনন্দ শুরু হয়ে যাবে। তবে তার আগে বৃষ্টির ভ্রুকুটি থেকে কিন্তু রেহাই নেই।
চলতি সপ্তাহের ৪ দিন টানা বৃষ্টির মধ্যেই কাটার পর নিম্নচাপ কিছুটা সরেছিল ঠিকই। কিন্তু মেঘলা আকাশ থেকে রেহাই মেলেনি। রেহাই মেলেনি মাঝেমধ্যে বৃষ্টি থেকেও। রোদের দেখা প্রায় মেলেইনি।
বিহার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা যেভাবে অবস্থান করছে তাতে মেঘলা আকাশ আর মাঝেমধ্যে বৃষ্টি চলবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে বঙ্গোপসাগরে আবার জমাট বাঁধছে একটি নিম্নচাপ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী মঙ্গলবারের মধ্যেই বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে। যার জেরে আগামী সপ্তাহে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদিও সবচেয়ে বেশি বৃষ্টি হবে উপকূলীয় জেলাগুলিতে। তবে কলকাতা বা আশপাশের জেলা বা রাজ্যের অন্য জেলাগুলিও বৃষ্টিতে ভিজবে।
বর্ষায় এবার বৃষ্টি হয়েছে নামমাত্র। কিন্তু অগাস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর জুড়ে এখনও যা বৃষ্টি হচ্ছে তাতে বর্ষার ঘাটতি অনেকটা মিটে যাবে বলেই মনে করা হচ্ছে।
এতে হয়তো সাধারণ মানুষের আপত্তি থাকত না, কিন্তু বঙ্গবাসী আর যাই হোক পুজোর সময় বৃষ্টি একদম বরদাস্ত করতে পারেননা।
অন্যদিকে গত ২ বছরে তেমন ব্যবসা না পাওয়ার পর এবার পুজোয় ভাল বাজার পাওয়ার আশায় বুক বেঁধে অপেক্ষায় রয়েছেন বিক্রেতারা। সেই বাজার বৃষ্টির জেরে ধাক্কা খাচ্ছে। বিশেষত সপ্তাহান্তে বৃষ্টি মাটি করে দিচ্ছে পুজোর জমাটি বাজার।