ফের নিম্নচাপের ভ্রুকুটি, কতটা বৃষ্টির মধ্যে পড়বে বাংলা, মিলল ইঙ্গিত
পিছু ছাড়ছে না নিম্নচাপ। যদিও দক্ষিণবঙ্গ এবার কম বৃষ্টি পেয়েছে। তবু দুর্গাপুজোর মুখে বৃষ্টি মেনে নিতে পারছেনা বাঙালি। তবে একটা আশার আলোও রয়েছে।
দুর্গাপুজোর মুখে আর বৃষ্টিবাদলা চাইছেন না মানুষ। সপ্তাহ শেষেই মহালয়া। তারপরই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। হতে পারে মহাষষ্ঠী আসতে তখনও দেরি থাকবে। তবে এখন প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, উৎসবের আনন্দে ভেসে পড়া শুরু হয়ে যায় অনেক আগে থেকেই।
মহালয়ার আগে হাতে আর মাত্র কটা দিন। শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত বহু মানুষ। এই সময়টায় তাই আর বৃষ্টি চাইছেন না কেউই। কিন্তু আবহাওয়া দফতর বলছে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ জন্ম নিয়েছে। আর তার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে ভাল বৃষ্টি হবে। সঙ্গে বইবে প্রায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকবে মঙ্গল ও বুধবার।
উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বেশি হলেও কলকাতা সহ দক্ষিণের অন্য জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি হবে। তবে তা হবে বিক্ষিপ্ত। কারণ বঙ্গবাসীর জন্য আশার কথা একটাই। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ওড়িশা উপকূল ঘেঁষে রয়েছে। ফলে ওড়িশায় বৃষ্টি অনেক বেশি হবে। তুলনায় এই নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টি কম হওয়ার কথা।
এই নিম্নচাপের প্রভাব তো পড়বেই। সেই প্রভাব কাটতে কাটতে বৃহস্পতিবার। তবে এর পিছনে যে ফের আরও কোনও নতুন নিম্নচাপ তৈরি হবেনা এমন কিছু জানাননি আবহবিদেরা।
পুজোয় বৃষ্টি হবে কিনা তারও কোনও ইঙ্গিত এখনও দিতে পারেনি হাওয়া অফিস। তাই একটা চিন্তা থেকেই যাচ্ছে। তবে পুজোর আগে আবহাওয়া দফতর হয়তো একটা ইঙ্গিত দিয়েই দেবে।