নতুন বছরে কনকনে শীতের আশা কি মিটবে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
ডিসেম্বরে শীত সেভাবে অনুভূতই হয়নি। নতুন বছরে কি সেই শীতের প্রত্যাশা মিটবে? আবহাওয়া দফতরের পূর্বাভাসে তা অনেকটাই পরিস্কার হয়ে গেল।
গত ১৮ বছরে এমন গরম ডিসেম্বর দেখেনি রাজ্য। পৌষের মাঝে এসেও শীতের দেখা নেই। এদিকে কলকাতা বা তার আশপাশে আবার পৌষ কাটলে কার্যত শীতের কামড় কমতে থাকে। মাঘের মাঝামাঝি থেকে বসন্তের হাওয়া স্পষ্ট হতে থাকে।
এই অবস্থায় হাতে পড়ে আছে কিছু দিন। গরম ডিসেম্বর কাটানোর পর কি এবার গরম জানুয়ারিও কাটাতে হবে? প্রশ্নটা তো ছিলই।
কারণ বছরের কটা দিনের শীতটুকুও এবার এখনও উপভোগের সুযোগ পাননি মানুষজন। আবহাওয়া দফতর কিন্তু পরিস্কার করে দিয়েছে জানুয়ারি শুরুর পরিস্থিতি কেমন থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস কিন্তু হতাশ করতে পারে রাজ্যবাসীকে। কারণ জানুয়ারির শুরুতেও সেভাবে ঠান্ডা পড়ার সম্ভাবনা দেখছেন না আবহবিদরা।
বরং জানুয়ারি শুরুর প্রথম ৩ থেকে ৪ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশেই থাকবে। তারপর পারদ আরও চড়তে পারে। তবে মকরসংক্রান্তির সময় কেমন ঠান্ডা থাকবে তা এখনও পরিস্কার নয়।
এদিকে কুয়াশার দাপট উত্তরবঙ্গে থাকলেও দক্ষিণবঙ্গে তেমন থাকবেনা। কলকাতার আকাশে অবশ্য কুয়াশার কিছুটা হলেও চাদর থেকে গেছে জানুয়ারির শুরুতে।
রাজ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে দার্জিলিংয়ে সামান্য বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
সব মিলিয়ে কনকনে শীতের আশা এবছর আদৌ পূরণ হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এমন আশা হয়তো এবার নাও মিটতে পারে। যদিও এখনও খাতায় কলমে শীতের বড় ইনিংস পড়ে আছে।