Kolkata

শীতলতম দিনে ১০ ডিগ্রির ঘরে তিলোত্তমা, ঠান্ডা কি আরও বাড়বে, মিলল পূর্বাভাস

কনকনে ঠান্ডায় কার্যত কাঁপছে গোটা রাজ্য। এদিন ১০ ডিগ্রির ঘরে নেমে গেছে শহরের পারদ। অনেক জেলায় মানুষ বরফের মত ঠান্ডার অনুভূতি পাচ্ছেন।

রোদ উঠছে বটে। তবে তা তেমন গায়ে লাগছে না। কারণ সঙ্গে রয়েছে কনকনে ঠান্ডা হাওয়া। যা উত্তর ভারত থেকে হুহু করে বয়ে আসছে এ রাজ্যের দিকে। যার হাত ধরে লাফিয়ে লাফিয়ে নামছে পারদ।

এদিন কলকাতা এই মরশুমের সবচেয়ে বেশি ঠান্ডা টের পেল। এদিন কলকাতার পারদ নামল ১০.৯ ডিগ্রিতে। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।


এতটা নিচে অনেক বছর পুরো শীতেও নামে না কলকাতার পারদ। কলকাতাই যখন কাঁপছে তখন এটা অনুমেয় যে জেলাগুলির কি পরিস্থিতি!

বীরভূমের অনেক জায়গায় পারদ ১ অঙ্কের ঘরে ঘুরপাক খাচ্ছে। পানাগড়ে পারদ নেমেছে ৭ ডিগ্রিতে। শ্রীনিকেতনে ৭.৮ ডিগ্রিতে রয়েছে সর্বনিম্ন পারদ।


পুরুলিয়ার অনেক জায়গায় ৬ ডিগ্রিতে নেমেছে পারদ। বর্ধমান ৭-এর ঘরে ঘুরপাক খাচ্ছে। দিঘা কাঁপছে ১০.৪ ডিগ্রি ঠান্ডায়। বহরমপুর ১১ ডিগ্রিতে। গ্রামের দিকে পারদ অনেক জায়গায় আরও নেমে গেছে। রাজ্যের উত্তর প্রান্তে কনকনে ঠান্ডা হাওয়া সূচের মত বিঁধছে।

আবহাওয়া দফতর জানিয়েছে এই ঠান্ডা এখন অব্যাহত থাকবে। কাঁপুনি থেকে এখনই রেহাই মিলছে না। রবিবার পর্যন্ত এমন ঠান্ডাই থাকবে।

সোমবার থেকে পারদ সামান্য চড়তে পারে। তবে ডিসেম্বরে যে ঠান্ডার কার্পণ্যে আবহাওয়ার ওপর কিছুটা হলেও চটেছিলেন সাধারণ মানুষ, তাঁদের নতুন বছরের শুরুতে সব অভিযোগ মুছে গেছে। এখন কেবল চুটিয়ে ঠান্ডা উপভোগ করছেন তাঁরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button