ক্রমশ শক্তি হারিয়ে অবশেষে নিম্নচাপের চেহারা নিল ঘূর্ণিঝড় ক্যান্ত। বঙ্গোপসাগরের ওপরই শক্তি হারিয়েছে ঝড়টি। ফলে ওড়িশা বা অন্ধ্র উপকূলে ক্যান্ত আছড়ে পড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা আর নেই। সে জায়গায় করমণ্ডল উপকূল জুড়ে শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ শুক্রবার অধিকাংশ সময়ই মেঘাচ্ছন্ন ছিল। সামান্য বৃষ্টি হয়েছে কোথাও কোথাও। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, ক্যান্ত দুর্বল হয়ে পড়ায় শনিবার অর্থাৎ কালীপুজোর দিন থেকে অবস্থার উন্নতি হবে।